দেশজুড়ে

নগরের মানুষ খালে কী ধরনের জিনিসপত্র ফেলে-দেখালো ডিএনসিসি

নগরের মানুষ খালে কী ধরনের জিনিসপত্র ফেলে-দেখালো ডিএনসিসি
ময়লা প্রদর্শনীতে সব ধরনের আবর্জনা আছে। ড্রেন ও খাল থেকে আমরা পেয়েছি সোফা, সুটকেস,কমোড ও রিকশা। তোশক, বালিশ ও রিকশা যদি ড্রেনে, খালে বা লেকের মধ্যে ফেলা হয়, তাহলে তো জলাবদ্ধতা হবেই। কোন কোন খাল, লেক বা ড্রেন থেকে কোন ময়লা-আবর্জনা সংগ্রহ করেছি তাও লিখে রাখা হয়েছে। বললেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার (১১ মে) রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনের সামনে ব্যতিক্রমধর্মী বর্জ্যের প্রদর্শনীর উদ্বোধনকালে  এসব কথা বলেন আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম বলেন, ময়লা-আবর্জনার প্রদর্শনী  প্রথমবারের মতো আয়োজন করা হলো। খাল পরিষ্কার করতে গিয়ে ডিএনসিসি অভিজাত এলাকায় অভিজাত সব ময়লা পেয়েছে। প্যারিস খাল, লাউতলা খাল, গুলশান লেকে দেখা গেলো অভিজাত এলাকার অভিজাত সব ময়লা। তখন তাঁর কাছে মনে হলো ময়লা-আবর্জনাগুলো রেখে দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা যাক। যেন মানুষ এগুলো দেখে নিজেরা সচেতন হয়। যত্রতত্র ময়লা ফেললে হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, এখন থেকে কেউ খালে ও ড্রেনে বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জলাবদ্ধতার জন্য ১০টি অঞ্চলে ১০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যার হটলাইন নম্বর ১৬১০৬। কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে ফোন করলেই কুইক রেসপন্স টিম সাথে সাথেই চলে যাবে। বিষয়টি সমাধান করবে। প্রসঙ্গত, শুরুতে তিন দিনের কথা থাকলেও। এ প্রদর্শনী  আগামী ৭ দিনব্যাপী (১৮ মে) চলবে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নগরের | মানুষ | খালে | কী | ধরনের | জিনিসপত্র | ফেলেদেখালো | ডিএনসিসি