ফুটবল

'শতভাগ ফিট না থাকলেও মেসি খেলবে'

'শতভাগ ফিট না থাকলেও মেসি খেলবে'
কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচ! আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে এমন ম্যাচে না খেলানোর কোনো কারণ নেই। শঙ্কা হয়ে বাঁধা দিচ্ছে চোট। গ্রুপ পর্বের ম্যাচে চিলির বিপক্ষে পাওয়া চোট এখনো ভোগাচ্ছে আর্জেন্টাইন অধিনায়ককে। তবে দলটির অধিনায়ক লিওনেল স্কালোনি অবশ্য তীব্র আশ্বাস দিয়েছেন মেসির ব্যাপারে। কানাডার বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ১০ জুলাই, সকাল ৬ টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে মেসির চোট নিয়ে সংবাদ সম্মেলনে কথা উঠেছিল। যেখানে কোচ স্কালোনি বলেন, 'আমার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া খুব সহজ। সে (মেসি) যদি ফিট থাকে, তাহলে খেলবে। আর সে যদি ফিট না থাকে, তাহলে ম্যাচের শেষ ৩০ মিনিট খেলবে।' ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মেসি ছিলেন। সেই ম্যাচে অবশ্য পুরোপুরি ফিট দেখা যায়নি তাকে। বেশিরভাগ সময় ছিলেন মাঠের এক অংশে আর খুব বেশি নড়াচড়া করেননি মাঠ জুড়ে। সংবাদ সম্মেলনে স্কালোনি আরও বলেছেন, 'আমি যদি দেখি সে খেলার জন্য ফিট আছে, তবে খেলাব। যদি সে ১০০ ভাগ ফিট নাও থাকে তবুও খেলবে। এর দায় আমি নিজেই নেব।' মেসিকে মাঠে না নামানোর মতো ভুল স্কালোনি করতে চান না। তা পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন সেমিফাইনালের মাঠে নামার আগে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন শতভাগ | ফিট | থাকলেও | মেসি | খেলবে