আর্কাইভ থেকে ক্রিকেট

অর্ধশত করে বিদায় নিলেন তামিম

অর্ধশত করে বিদায় নিলেন তামিম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। প্রথম ওয়ানডে জিতে স্বাগতিকরা জয় পাওয়ায় এগিয়ে থেকে দ্বিতীয় ওয়ানডেতে অনেকটা সুবিধাজনক স্থানে কিউইরা।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের দ্বিতীয় ওভারেই লিটন দাসকে হারায় টাইগাররা। ম্যাট হ্যানরির বলে পুল করতে গিয়ে উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন। এরপর দলের হাল ধরেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

দ্বিতীয় উইকেটে ৮১ রানের দুর্দান্ত জুটি গড়ে বিদায় নেন সৌম্য সরকার। স্যান্টনারের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ১ ছয় ও ৩ চারে ৪৬ বলে ৩২ রান করেন। এরপর দলের বিপর্যয়ে দলকে আগলে রেখে ৮৪ বলে ক্যারিয়ারের ২৮তম ফিফটি হাঁকান তামিম ইকবাল। তৃতীয় উইকেটে মুশফিককে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে দলীয় ১৩৩ রানে রান আউটের ফাঁদে পড়ে ১০৮ বলে ১১ চারের সাহায্যে ৭৮ রান করে বিদায় নেন তামিম।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১৫১ রান। মুশফিক ২০ ও মোহাম্মদ মিথুন ১১ রানে অপরাজিত আছেন।

একনজরে দুই দলের একাদশ 

নিউজিল্যান্ড স্কোয়াড
মার্টিন গাপটিল, হেনরি নিকোলস , ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল সান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট।
 
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন অর্ধশত | করে | বিদায় | নিলেন | তামিম