চলে গেলেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী হানিয়া আসলাম। ইনস্টাগ্রামে গায়িকার চাচাতো বোন জেব ওরফে জেব বঙ্গশ এ খবর নিশ্চিত করেছেন। সংগীতশিল্পী হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন বলে জানা গেছে। হানিয়ার অনেক গানের সঙ্গীও ছিলেন জেব।
সোমবার (১১ আগস্ট ) হানিয়া মারা যান বলে পাকিস্তান ও ভারতের গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
কোক স্টুডিও পাকিস্তানে অন্যতম ‘চল দিয়া’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান হানিয়া ও জেব।
মঙ্গলবার জেব ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে লেখেন, ‘হানিনি। সে ছিল মিষ্টি মেয়ে, দারুণ প্রতিভাধর। প্রার্থনা করি এই কঠিন সময়ে আল্লাহ আপনার পরিবারকে শক্তি দিন।’ তাঁর এই পোস্টে হানিয়ার ভক্তরা সমবেদনা জানিয়েছেন।
টুইটারে পাকিস্তানের হকি দলের সাবেক অধিনায়ক ফাসি লেখেন, ‘হানিয়া আসলাম প্রয়াত হয়েছেন। কী প্রতিভাবান সঙ্গীতশিল্পী ছিলেন। তিনি শান্তিতে ঘুমান। খবরটি সত্যিই দুঃখজনক।’
উল্লেখ্য,হানিয়া আসলাম করাচিতে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় পড়াশোনা করেন তিনি।
২০২০ সালে আউটলেটকে দেওয়া এক সাক্ষাৎকারে হানিয়া। বলেছিলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি সংগীত অনুসরণ করতে শুরু করেছি নাকি সংগীত আমাকে অনুসরণ করতে শুরু করেছে!’
জেডএস/