জিম আফ্রো টি-১০ লিগে দল পেয়েছেন এনামুল হক বিজয়। চলতি মৌসুমে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দল পেলেন এনামুল হক। এর আগে প্লেয়ার্স ড্রাফট শুরুর আগেই রিশাদ হোসেনকে দলে টানে হারারে বোল্টস।
এনামুল হককে দলে নিলেন বুলাওয়ে ব্রেভস। এই দলে আইকন খেলোয়াড় হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার। এনামুলকে বিদেশী খেলোয়াড়দের ক্যাটাগরি 'সি' থেকে দলে নিয়েছে বুলাওয়ে। এই দলে আরও আছেন কার্লোস ব্রাফেট, আকিলা ধনঞ্জয়াসহ অনেকেই। দলটির দায়িত্বে কোচ হিসেবে দেখা যাবে সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ।
জিম আফ্রো টি-১০ লিগের প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এবার রিশাদকে সরাসরি দলে নেয় হারারে, আর এনামুলকে ড্রাফটের মাধ্যমে দলে টানা হলো। জিম আফ্রো লিগে দল পাওয়ার আগে বিগ ব্যাশ লিগেও (বিবিএল) দল পেয়েছেন রিশাদ।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এবারের জিম আফ্রো টি-১০ লিগের আসর চলবে। জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচ।
এম এইচ//