উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। সেই ম্যাচে ভক্তদের বর্ণবাদী আচরণের দায়ে কাতালান ক্লাবটিকে শান্তি দিয়েছে উয়েফা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এই রায় জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাটি। উয়েফার গভর্নিং বডি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে দর্শকদের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বার্সাকে।
স্প্যানিশ এই ক্লাবটির পরবর্তী ম্যাচ ৬ নভেম্বর রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলগ্রেডের মাঠে। নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচে বার্সেলোনার কোনো দর্শক থাকবে না। এ ছাড়া একই অপরাধে ক্লাবটিকে ১০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফার ডিসিপ্লিনারি জজ।
এছাড়াও পরবর্তী এক বছরে একই ঘটনা আবারও দেখা গেলে ইউরোপীয় প্রতিযোগিতায় আরেকটি ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা পাবে বার্সেলোনা।