আন্তর্জাতিক

এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ফোর্বস সাময়িকীর অনলাইন সংস্করণ ‘রিয়েল টাইম’ বিলিয়নিয়ারদের শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় এবারও শীর্ষস্থানে রয়েছেন ইলন মাস্ক। তালিকায় আরও রয়েছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ও সোশ্যাল মিডিয়া ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ অনেকে।  

রিয়েল টাইম ( ১ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টা) বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ফোর্বস।  ‘রিয়েল টাইম’ বিলিয়নিয়ারের তালিকায় শীর্ষ ১০ ব্যক্তি হলেন-

১. ইলন মাস্ক: মার্কিন ধনকুবের ইলন মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা, সোশ্যাল মিডিয়া এক্সসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।  তার সম্পদের পরিমাণ ২৭০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বা, ২৭ হাজার ৫০ কোটি মার্কিন ডলার।

২. ল্যারি অ্যালিসন: শীর্ষ বিলিয়নিয়ারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ল্যারি এলিসন। মার্কিন ধনকুবের ল্যারি ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ২০৮ বিলিয়ন মার্কিন ডলার বা ২০ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।

৩. জেফ বেজোস:  বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি হলেন  মার্কিন ধনকুবের বেজোস।  পৃথিবীর সবচাইতে বড় ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা তিনি।  তার সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

৪. মার্ক জাকারবার্গ:  ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে।

ফেসবুকের মালিক কোম্পানি মেটারও প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) তিনি। তার সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন মার্কিন ডলার।

৫. বার্নার্ড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি:  বিশ্বের পঞ্চম শীর্ষ ধনকুবের হচ্ছে বার্নার্ড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি। ফরাসি বিলাসপণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের প্রধান নির্বাহী তিনি।  তার সম্পদের পরিমাণ ১৯৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

৬. ওয়ারেন বাফেট: বিলিয়নিয়ারদের তালিকায় বিশ্বের ৬ষ্ঠ স্থানে রয়েছেন ওয়ারেন বাফেট।  বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান তিনি। তাঁর সম্পদের পরিমাণ ১৪৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

৭. ল্যারি পেজ:  তালিকায় ৭ম স্থানে রয়েছেন মার্কিন ধনকুবের ল্যারি পেজ।  তিনি গুগলের সহপ্রতিষ্ঠাতা।  পাশাপাশি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য। তার সম্পদের পরিমাণ ১৩৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

৮. আমানসিও ওরতেগা: শীর্ষ ধনীদের তালিকায় ৮ম স্থানে রয়েছেন স্প্যানিশ ধনকুবের আমানসিও ওরতেগা। তিনি ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ১৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

৯. সের্গেই ব্রিন: তালিকায় নবম স্থানে রয়েছেন মার্কিন ধনকুবের। সের্গেই ব্রিন। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা। তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য। তার সম্পদের পরিমাণ ১৩২ বিলিয়ন মার্কিন ডলার।

১০. স্টিভ বলমার: বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নিয়ারের তালিকায় সবার নিচে রয়েছে মার্কিন ধনকুবের স্টিভ বলমার। তিনি মাইক্রোসফটের সাবেক সিইও। তিনি বলমার গ্রুপের সহপ্রতিষ্ঠাতা।  পেশাদার লস অ্যাঞ্জেলেস ক্লিপারস বাস্কেটবল দলের মালিক বলমারের সম্পদের পরিমাণ ১২৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

জেডএস//