শুধু টাকা নয়, এবার এটিএম থেকে পাওয়া যাবে ২৪ ক্যারেট খাঁটি সোনা। ভারতে প্রথম ‘গোল্ড এটিএম’ চালু হয়েছে কর্নাটকের তুমকুরে। এই বিশেষ সেবাটি নিয়ে এসেছে তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি (TMCC)। প্রতিষ্ঠানটি এটিএমটি উদ্বোধন করে নাম দিয়েছে ‘টিএমসিসি গোল্ডসিক্কা’।
এই এটিএম থেকে ক্রেতারা বিভিন্ন ওজনের সোনার কয়েন কিনতে পারবেন, যেমন: ০.৫, ১, ২, ৫ ও ১০ গ্রাম। সোনার বর্তমান বাজারদর অনুযায়ী দাম নির্ধারণ হবে, তাই খাঁটি সোনা কিনতে আর অপেক্ষা করতে হবে না। এটিএমটি ব্যবহার করতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা কিউআর কোডের মাধ্যমে।
কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এবং টিএমসিসি চেয়ারম্যান জয়কুমার এই প্রকল্প উদ্বোধন করেন। সংস্থা জানিয়েছে, তাদের লক্ষ্য হল সরাসরি এবং সহজে মানুষের কাছে খাঁটি সোনা পৌঁছে দেয়া। এর ফলে বিনিয়োগের নতুন এক মাত্রা খুলে যাচ্ছে। শুধু সোনা নয়, ভবিষ্যতে এটিএম থেকে রুপো এবং ছোট গয়নাও কেনার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
ভারতে সোনায় বিনিয়োগ নতুন কিছু নয়; এটি বরাবরই ভারতীয়দের কাছে জনপ্রিয়। বর্তমান সময়ে ডিজিটাল গোল্ড থেকে শুরু করে ‘সোভেরেজন গোল্ড বন্ড’ চালু হলেও খাঁটি সোনায় সরাসরি বিনিয়োগের জন্য এই ‘গোল্ড এটিএম’ এক নতুন সুযোগ এনে দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এটিএমের মাধ্যমে সোনার সরাসরি বিক্রয় প্রক্রিয়াটি বিনিয়োগের ক্ষেত্রে আরো সহজ ও কার্যকর হবে। আর এই বিশেষ উদ্যোগে ভারতীয়দের জন্য সোনা কেনা হয়ে উঠবে আগের চেয়ে অনেক সহজ এবং নিরাপদ।
জেডএস/