জাতীয়

সবাই যাতে স্ব স্ব ধর্ম পালন করতে পারে পুলিশ তা নিশ্চিত করছে : আইজিপি

সারা বাংলাদেশে ৩২ হাজার পূজামণ্ডপে উৎসাহ, উদ্দীপনা ও নিরাপত্তার মধ্য দিয়ে পূজা উদ্‌যাপন হচ্ছে। পূজা বা যেকোনো উৎসব পালন করা সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার। সবাই যাতে তাদের স্ব স্ব ধর্ম পালন করতে পারে পুলিশ তা নিশ্চিত করছে বলে জানিয়েছেন, পুলিশের  মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, অনেকের মনে শঙ্কা ছিল, সেই শঙ্কাকে দূর করে সম্প্রীতির বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে এই পূজা উদযাপন করছে ইতোপূর্বে কয়েকটি ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সে ঘটনায় আসামি গ্রেপ্তারসহ মামলা হয়েছে

তিনি বলেন, কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি হতে না পারে সেজন্য সশস্ত্র বাহিনিসহ সকল বাহিনী মোতায়েন করা হয়েছে। কোথাও অপ্রীতিকর কিছু ঘটবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পুলিশের পর্যবেক্ষণ সেলসহ সবকিছু তৎপর আছে। যদি কেউ কোনো কিছু ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বলিষ্ঠ পদক্ষেপ নেবে

তিনি আরও বলেন, সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে অপতৎপরতা ও গুজব ছড়ানো হচ্ছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে

আলোচিত  ত্বকী হত্যাকাণ্ড নিয়ে মো. ময়নুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে একটি লোমহর্ষক হত্যাকাণ্ড ত্বকী হত্যার তদন্ত বন্ধ করে রাখা হয়েছিল।  সেটা আবারও শুরু হয়েছেসাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তও পুলিশ পুনরায় শুরু করেছে

 

প্রসঙ্গত, এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি একে এম আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শংকর কুমার দে প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আইজিপি