বাংলাদেশ

প্রতিমা বিসর্জনে গিয়ে দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রতিমা বিসর্জন দেয়ার আগ মুহূর্তে বেশকিছু নৌকা নিয়ে ভ্রমণের সময় দুইটি নৌকার সংঘর্ষ হয়। এসময় দুই নৌকা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকালে কালিহাতী পৌরসভার নদীর পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেন কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।

নিহত ১২ বছর বয়সি অপু পাল কালিহাতী পৌর এলাকার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, প্রতি বছরের মত এবারো প্রতিমা বিসর্জন দেয়ার আগ মুহূর্তে বেশকিছু নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণে বের হন। তখন দুইটি নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকা থেকে পানিতে পড়ে অপু পাল আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সেখানে থাকা পুলিশ তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সংঘর্ষ | নৌকা | প্রতিমা