আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ লাইনসের উপর হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশে একটি পুলিশ লাইনসে হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী অত্যাধুনিক অস্ত্র নিয়ে বান্নু পুলিশ লাইনের সদর দরজার সামনে এসে গুলি চালায় এবং গ্রেনেড ছোড়ে। পুলিশের পাল্টা গুলিতে সন্ত্রাসীরা গেস্ট হাউসের ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকেই প্রায় ছয় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বার্তাসংস্থা দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

বান্নু জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, পুলিশ সদস্যদের সাহসিকতার জন্য আরো বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।  তবে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।  হতাহতদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনওয়া প্রদেশে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এতে সরকারের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে অনেকেই। নিরাপত্তা বাহিনী এখন সতর্ক অবস্থায়  সন্ত্রাস দমনের চেষ্টা অব্যাহত রেখেছে।

এদিকে খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী হামলার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন।  

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান