আর্কাইভ থেকে ফুটবল

আত্মঘাতি গোলের জয় দিয়ে পর্তুগালের বাছাই পর্ব শুরু

আত্মঘাতি গোলের জয় দিয়ে পর্তুগালের বাছাই পর্ব শুরু

কাতার বিশ্বকাপের ইউরোপিয় অঞ্চলের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচ জয় তুলে নিয়েছে পর্তুগাল। তবে হেরেও সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন আজারবাইজানের গোলরক্ষক শাহরুদ্দীন মোহাম্মদালিয়েভ। ১৪টি সেভ, ২টি পাঞ্চ, ভুলে এক গোল হজম করেও ম্যাচসেরা পুরস্কার তার শাহরুদ্দীনের হাতেই উঠে। এদিন রাতে আজারবাইজান গোলরক্ষকের উপর যেন লেভ ইয়াসীন ভর করেছিল। তাই প্রত্যাশিত জয় পেলেও যথেষ্ট ঘাম ঝড়াতে হয় ফার্নান্দো সান্তোসের দলকে।

পুরো ম্যাচে পর্তুগাল অসাধারণ ফুটবল খেললেও তাদের বড় জয় একাই ঠেকিয়ে দেন আজারবাইজানের গোলরক্ষক শাহরুদিন মোহাম্মদালিয়েভ। এদিন গোলশূণ্য থাকেন পর্তুগীজ প্রিন্স ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচ রাজধানী লিসবনে হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোনালদোদের খেলতে হয়েছে ইতালিতে। ঘরের মাঠের সুবিধা না পেলেও প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগিজরা।

জুভেন্টাস স্টোডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ এ’ এর ম্যাচে আজারবাইজানের গোলবার লক্ষ্য করে ২৯টি শট নিয়েও জাল খুঁজে পেতে ব্যর্থ হওয়া পর্তুগাল জয় পেয়েছে মেদভেদেভের আত্মঘাতী গোলে। ম্যাচের ৩৭তম মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসের ক্রস ঠেকাতে ঝাঁপিয়ে দুর্বল পাঞ্চ করেন গোলরক্ষক। কিন্তু বলের পাশেই দাঁড়ানো অধিনায়কের বুকে লেগে গড়িয়ে ঠিকানা খুঁজে নেয়।

এরপর আজারবাইজানের ডিফেন্সে আক্রমণের পর আক্রমণ চালিয়েও ব্যবধান আর বাড়াতে সক্ষম হয়নি পর্তুগাল। দারুণ সব সেভে স্বাগতিকদের সব আক্রমণ ঠেকিয়ে দেন শাহরুদিন মোহাম্মদালিয়েভ। শেষ পর্যন্ত ম্যাচ হারলেও ইউরোপ সেরাদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করতে পেরে খুশি আজারবাইজান কোচ। 

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের পরবর্তী ম্যাচ সার্বিয়ার বিপক্ষে। আগামী শনিবার সার্বিয়ার মাঠে খেলতে যাবে ফার্নান্দো সান্তোসের দল।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন আত্মঘাতি | গোলের | জয় | দিয়ে | পর্তুগালের | বাছাই | পর্ব | শুরু