ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের হাতে ওঠেনি ব্যালন ডি’অর পুরস্কার। তাই নিয়ে যেন আলোচনার শেষ নেই। রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ তো পুরো অনুষ্ঠান একরকম বয়কট করে বসেছেন। এবার মুখ খুললেন ভিনিসিয়াস নিজেই।
সবশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ভিনিসিয়াস। এবারের ব্যালন ডি’অর নিয়ে কথা উঠলে ভিনিসিয়াসের নাম উঠেছে সবচেয়ে বেশি। তবে সব জল্পনা একদিকে ঠেলে দিয়ে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রির হাতে উঠলো আকাঙ্ক্ষিত পুরস্কারটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ ভিনিসিয়াস নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন,
পরবর্তীতে আরও ১০ গুণ ভালো করতে হবে, আমাকে এটা (ব্যালন ডি’অর) জিততে হলে। তারা তো (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।
ভিনিসিয়াসের লেখায় বেশ হতাশাই ফুটে উঠেছে। তিনি ধরে নিয়েছিলেন পুরস্কারটি তার হাতেই উঠতে যাচ্ছে। কিন্তু বেশ কিছু নাটকীয়তা তৈরি হলো মূল অনুষ্ঠান শুরুর আগে, যা এবারের ব্যালন ডি’অর নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
এম এইচ//