সাভারের আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুট করা সাতটি গরু ও দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বায়ান্ন টিভিকে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন,গত ২৭ অক্টোবর মো. শহিদুল এনাম রাসেল (৩৬) নামের এক গরু ব্যবসায়ী রাজশাহী সিটিহাট থেকে ২১টি গরু ক্রয় করেন। যার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। পরে এসব গরু ট্রাকে চট্টগ্রামের মিরসরাইয়ের উদ্দেশে পাঠান ওই ব্যবসায়ী। গরুবাহী ট্রাকটি গত ২৮ অক্টোবর রাত পৌনে ১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্রবাজার সংলগ্ন ফিনিক্স স্পিনিং মিলসের সামনে পৌঁছালে ১৫-১৬ জন ডাকাত সদস্য একটি মিনি ট্রাক নিয়ে তাদের গতিরোধ করেন। এ সময় গরুবাহী ট্রাকের চালক, হেলপার ও রাখালকে মারধর করে ডাকাতরা। পরে তাদের ডাকাতদের ট্রাকে তুলে হাত-পা ও চোখ বেঁধে ফেলেন।
এ পুলিশ কর্মকর্তা জানান, তবে ট্রাকে থাকা রাখাল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় ডাকাত সদস্যরা গরুবোঝাই ট্রাক ও হাসিলের কাগজপত্রসহ গাজীপুরের দিকে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বেলুটিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. তোফাজ্জল হোসেন বাবু (২৮), একই এলাকার মো. কোরবান আলী (২৫), দেওয়ান টাইটা গ্রামের মো. আল আমিন শেখ (৩০), তারুটিয়া গ্রামের মো. শহিদুল (৩৬) ও আশুলিয়ার কলতাসূতী বারল এলাকার মো. শিবলু আহম্মেদ (২০)।
আই/এ