উৎসবের আমেজে ঘর সাজাতে তাজা ফুলের বিকল্প নেই। তবে কিছু সহজ পদ্ধতি মানলে এই ফুলগুলি আরও অনেকদিন তাজা রাখা সম্ভব। পুজা, ঈদ, বৈশাখ, যে উৎসবেই হোক ফুল সৌন্দর্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
চলুন জেনে নেই কীভাবে এই ফুলদানি বা কাচের পাত্রে সাজানো ফুলকে সতেজ রাখা যায়-
১. ফুলদানি অবশ্যই একেবারে পরিষ্কার রাখতে হবে। ময়লা ফুলদানিতে ফুল দ্রুত নষ্ট হতে পারে। বড় ফুল হলে সেটিকে আলাদা করে কেটে ছোট ফুলদানিতে রাখতে পারেন। আর ফুলের ডাঁটি কেটে ৪৫ ডিগ্রি কোণে জলে ডুবিয়ে রাখুন। এতে ডাঁটির অধিকাংশ অংশ জলের সংস্পর্শে থাকবে এবং সহজে পানি শোষণ করতে পারবে।
২.ফুলের জন্য অবশ্যই ভালো পানি ব্যাবহার করা হওয়া উচিত। খেয়াল রাখুন, ফুলদানি বা পাত্রের পানি ঘরের তাপমাত্রার সাথে ভারসাম্য ঠিক থাকে। তবে যদি ফুলগুলো কুঁড়ি অবস্থায় থাকে, তাহলে ঠান্ডা পানি দিন। ফুলদানি তিন-চতুর্থাংশ পানি দিয়ে পূর্ণ রাখুন। ফুলের ওপরেও হালকা করে পানি ছিটিয়ে দিন—এতে ফুল টাটকা থাকবে।
৩. ঠিক সময়ে পানি পাল্টানো অত্যন্ত জরুরি। প্রতিদিন ফুলদানির পানি বদলান এবং পাপড়ি বা পাতা শুকিয়ে গেলে সেগুলি ফেলে দিন। ডাঁটির নিচের পাতাগুলি যেন জলে ডুবে না থাকে, কারণ এতে পাতা পচে যায় এবং ফুল তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে।
প্রসঙ্গত, ফুলগুলোকে রাখুন সূর্যের তীব্র আলো ও হাওয়ার থেকে দূরে। ফুলদানি দীর্ঘদিন তাজা রাখতে দোকানে বিশেষ দ্রব্য পাওয়া যায়, যা জলে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
জেডএস/