ক্যাম্পাস

ঢাবিতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, শীর্ষস্থানীয় এই দুটি পত্রিকা সম্প্রতি সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তিকর সংবাদ ও জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে উসকানিমূলক লেখা প্রকাশ করেছে

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গেটে শিক্ষার্থীদের এই প্রতিবাদ দেখা যায়।

পত্রিকাগুলো পোড়ানোর সময় তারা বিভিন্ন স্লোগান মাধ্যমে এই দুটি পত্রিকা বর্জনের ডাক দেন।  একইসঙ্গে পত্রিকা পোড়ানোর ভিডিও বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোতেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন ধরে মিথ্যা ও উসকানিমূলক সংবাদ প্রচার করছে। বিশেষ করে চট্টগ্রামের সংখ্যালঘু ইস্যুতে তাদের খবর জনমনে উত্তেজনা ছড়িয়েছে।  এছাড়া, জুলাইয়ের অভ্যুত্থানের সময় গণহত্যার সাফাই দিয়ে তারা জনমতকে বিপথে পরিচালিত করার চেষ্টা করেছে

শিক্ষার্থীরা দাবি করেন, পত্রিকাগুলো তাদের সম্পাদকীয় নীতিমালায় কোনো পরিবর্তন আনেনি এবং ফ্যাসিবাদী মনোভাব ও প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার প্রভাবের প্রেক্ষিতে তারা কাজ চালিয়ে যাচ্ছে।

প্রতিবাদের মাধ্যমে শিক্ষার্থীরা এই দুটি পত্রিকার বিরুদ্ধে তাদের বিরোধিতা ও তাদের হলের পত্রিকা রুম থেকে এই পত্রিকাগুলোর বর্জনের ঘোষণা দিয়েছেন

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবি