ফুটবল

ভিনিসিয়াস ব্যালন ডি’অর না পাওয়াটা ‘অন্যায়’: ব্রাজিল কোচ

২০২৪ ব্যালন ডি’অর ভিনিসিয়াস জুনিয়র না পাওয়া নিয়ে মন্তব্য করেছেন ব্রাজিল জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়র।  ভিনির ব্যালন ডি’অর না জেতা প্রসঙ্গে তিনি বলেন এটি ‘অন্যায়’ হয়েছে। 

নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের জন্য গতকাল শুক্রবার রিও ডি জেনিরোয় ভিনিকে রেখে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেন দরিভাল।  আর সেখানেই ব্রাজিলের কোচ বলেন,  ‘তাঁর (ভিনি) সঙ্গে আমার (ব্যালন ডি’অর দেওয়ার) আগের দিন কথা হয়েছে, পরে হয়নি। সরাসরি কথা বলতে হবে। আমার মতে, এটা অন্যায়। এটা ব্যক্তিগত পুরস্কার। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষ্ণ ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা সে-ই (ভিনি)।’

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ ২০ নভেম্বর উরুগুয়ে বিপক্ষে। 

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান বাছাইপর্বে পয়েন্ট টেবিলে চতুর্থ ব্রাজিল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।  

 

এ সম্পর্কিত আরও পড়ুন ভিনিসিয়াস | ব্যালন ডি’অর | কোচ