বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের পর অসংখ্যা হত্যা মামলা হয়েছে। যেখানে অনেক সাংবাদিকদের জড়িয়ে মামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যকে স্বাগত জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনটি তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার (২০ নভেম্বর) একটি দৈনিক ইংরেজি পত্রিকাকে সাক্ষাৎকার দেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় করা হত্যা মামলা নিয়েও কথা বলেন।
সাক্ষাৎকারে ভিত্তিহীন হত্যা মামলা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ১৪০ জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি উল্লেখ করে ড. ইউনূস বলেন, এগুলো ‘পুরোনো আইন ও চর্চা’র ফল। তড়িঘড়ি করে মামলা করতে গিয়ে এমনটি হয়েছে বলে মনে করেন তিনি।
প্রধান উপদেষ্টার এই নির্দিষ্ট ‘স্বীকারোক্তিকে’ স্বাগত জানিয়েছে আরএসএফ।
এ ধরনের মামলা বন্ধে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। যে মামলাগুলো হয়েছে, সেসবের ভিত্তি খুঁজে দেখার ব্যাপারেও জানিয়েছেন।
পত্রিকাটিতে দেয়া সাক্ষাৎকারে, ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয় নিয়েও কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, এ কার্ড বাতিল করার বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজ করতে বাধা দেবে না। এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে তাঁদের প্রবেশাধিকার সীমিত হবে শুধু।
অবশ্য আরএসএফের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান সিলিয়া মার্সিয়া জানান, অ্যাক্রেডিটেশন কার্ড বরাদ্দ ও বাতিল করার ক্ষেত্রে একটি স্বচ্ছ ও অরাজনৈতিক পদ্ধতি থাকা উচিত।
এম এইচ//