ফুটবল

ভিনিকে নিয়ে কথা বলায় রদ্রিকে 'বাচাল' বললেন নেইমার

স্প্যানিশ টিভি প্রোগ্রাম এল লার্জুরোতে ভিনিসিয়াস জুনিয়রকে খেলার মাঠে বেশি মনোযোগ দিতে বলেছিলেন রদ্রি। তিনি আরও বলেন ভিনিসিয়াস জুনিয়র এখনো তরুণ, তার উন্নতি করার অনেক জায়গা আছে। 

সেই সাথে ম্যানচেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ভিনিকে উদ্দেশ্য করে বলেছিলেন খেলোয়াড়রা কেবল মাঠে প্রতিনিধিত্ব করে না এর বাইরেও করে।

ভিনিসিয়াসকে নিয়ে রদ্রির এমন মন্তব্য খুব সম্ভনত ভালো লাগেনি নেইমার জুনিয়রের।  ফুটিউসাদিয়া নামের একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ভিনিকে নিয়ে রদ্রির করা সেই মন্তব্য পোস্ট করা হয়। সেখানে নেইমার কমেন্ট করেছেন সে দিনে দিনে বাচাল হয়ে যাচ্ছে।  সেই সাথে ছয়টি ইমোজিও জুড়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

 

এবারের ব্যালন ডি’অর ভিনিসিয়াস না পেয়ে রদ্রি পাওয়ায় খুশি নন কোন ব্রাজিলিয়ান। সতীর্থ হিসেবে তাই হয়তো ভিনিকে নিয়ে রদ্রির কথা ভালো লাগছে না নেইমারের। 

এ সম্পর্কিত আরও পড়ুন ভিনি | রদ্রি | নেইমার