ফুটবল

রোনালদোর গোলের পরেও হারলো আল নাসর

আন্তর্জাতিক বিরতিতে পোল্যান্ডের বিপক্ষে দুই গোল আর এক অ্যাসিস্ট করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উইন্ডো শেষে আল নাসরের হয়ে খেলতে নেমেও গোল পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। তার করা গোলেই আল নাসর প্রথমে এগিয়ে গেলেও আল কাদসিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে আল নাসর। 

শুক্রবার রাতে ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ৩২ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর।  চলতি মৌসুমে প্রো লিগে এটি সিআরসেভেনের সপ্তম গোল।  তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। 

৩৭ মিনিটে ১-১ সমতা এনে দেন আল কাদসিয়ার কুইনন্স।  বিরতির পর ৫০ মিনিটে কুইনন্সের পাস থেকেই হেডারে গোল করেন পিয়েরে এমরিক আউবামাং।  এই গোলেই নিষ্পতি হয় খেলার ফলাফল। 

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রো লিগের টেবিলের তৃতীয় স্থানে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।  

 

এ সম্পর্কিত আরও পড়ুন রোনালদো | নাসরের