আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করে ছাত্রত্ব বাতিল না সোহরাওয়ার্দী কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে কলেজটির শিক্ষার্থীরা। একইসঙ্গে জড়িত কলেজের সকল প্রতিনিধিদের ক্ষমা চাওয়া, ক্যাম্পাস এসে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলা, যেসব সনদের ক্ষতিসাধন হয়েছে তার অরজিনাল কপি দেওয়াসহ একাধিক দাবি জানান তারা।
রোববার (২৪ নভেম্বর) কলেজ প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী লিখন ইসলাম।
তিনি বলেন, সাত কলেজ শতবর্ষের, সাত কলেজ ঐতিহ্যের। সাত কলেজে আঘাত হানা মানে বাংলাদেশের প্রাণে আঘাত হানা।
এ শিক্ষার্থী বলেন, আজ রাত ১০ টার মধ্যে ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি এবং ৬ জন শিক্ষক প্রতিনিধিসহ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং জড়িত অন্যান্য কলেজের অধ্যক্ষের সঙ্গে এই সুষ্ঠু সমাধানের লক্ষ্যে রোডম্যাপ দিতে হবে।
সোহরাওয়ার্দী কলেজের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে তিনি আরও বলেন, এ ক্ষতিপূরণের দায়ভার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ হামলায় জড়িত সব কলেজকে দিতে হবে।
এদিকে সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আগামী সোমবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
ভাংচুরের পরে এখনো পুরান ঢাকা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দিনভর উত্তপ্ত পরিস্থিতিতে দুর্ভোগ পোহাতে হয়েছে আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মজীবী ও শ্রমজীবী মানুষ এবং সদরঘাটে যাতায়াতের উদ্দেশে আসা যাত্রীদের।
লক্ষ্মীবাজার কাপড় বিক্রেতা হাদি বলেন, সকালে দোকান খুলেও মারামারির ভয়ে বন্ধ করে চলে গিয়েছিলেন। সন্ধ্যার পর দোকান খুলেছেন কিন্তু বিক্রি হয়নি।
আই/এ