ইমরান খানের মুক্তি না দেয়া পর্যন্ত ইসলামাবাদ অভিমুখী লং মার্চ বন্ধ হবে না বলে জানিয়েছেন বুশরা বিবি। সোমবার পাকিস্তানের পেশওয়ার থেকে রাজধানী ইসলামাবাদের দিকে যাওয়া একটি বিশাল মিছিলে যোগ দিয়ে এই ঘোষণা দেন ইমরানের স্ত্রী বুশরা। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বুশরা বিবি বলেন, ইমরান যতক্ষণ না আমাদের কাছে আসে, ততক্ষণ আমরা আমাদের এই লং মার্চ শেষ করব না। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এখানে থাকব। আমাকে আপনাদের সমর্থন করতে হবে। এই মার্চ শুধুমাত্র আমার স্বামীর জন্য নয়, এটা দেশের জন্য, দেশের নেতার জন্য।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সমর্থকরা ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছে।
জমায়েত ঠেকাতে ইসলামাবাদ অভিমুখী প্রধান সড়কগুলোতে ব্যারিকেড দিয়েছে পুলিশ। বন্ধ রাখা হয়েছে মোবাইল সেবাও।
এনএস/