খেলাধুলা

অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ইমাদ ওয়াসিমের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ আমির। ইমাদের মতো আমিরও দ্বিতীয়বারের মতো অবসরে গেলেন। এই দুই ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ফিরেছিলেন।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইমাদ ও আমির দুজনেই খেলেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ-স্টেজের ম্যাচ ছিল তাদের দুজনের জন্যই শেষ আন্তর্জাতিক ম্যাচ। আমিরের পারফরম্যান্স ছিল বেশ ভদ্রস্থ। দলের হয়ে হারিস রউফের সঙ্গে যৌথভাবে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।

আমির তার অবসরবার্তায় লিখেছেন, সচেতনতার সাথে বিবেচনা করে, আমি কঠিন সিদ্ধান্ত নিচ্ছি। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। এই সিদ্ধান্ত কখনোই সহজ ছিল না, তবে অনিবার্য ছিল। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময় পরের প্রজন্মকে ব্যাটন তুলে দিতে এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে। আমার জীবনের সর্বোচ্চ সম্মান হয়ে থাকবে, পাকিস্তান দলকে প্রতিনিধিত্ব করা। আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবার ও বন্ধুদের, সর্বোপরি আমার ভক্তদের- সবসময় তাদের ভালোবাসা ও সমর্থন পেয়েছি।

আমির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চালিয়ে যাবেন। যেমনটা গতকাল ইমাদও বলেছেন। তারা দুজনেই এখন আবু-ধাবি টি-টেন টুর্নামেন্ট খেলছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন মোহাম্মদ আমির | অবসর | পাকিস্তান