ভারতের হায়দরাবাদে নিজের সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। পরে ওইদিনই আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাইকোর্ট বলেছেন যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার। এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
তবে কিছু শর্ত দেওয়া হয়েছে তাকে। একেবাড়ে মামলা থেকে মুক্তি পাননি তিনি। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। তাই প্রয়োজনে তাকে তলব করা হতে পারে মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে।
জামিন পেয়েই ওই দিন রাতে ভারতের দক্ষিণী চলচ্চিত্রের এই জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন বলেন, ‘নারীর মৃত্যুর ঘটনায় আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।’ দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব উল্লেখ করে অভিনেতা বলেন, ‘পরিবারের প্রতি আমি সমব্যথিত। পুরো ঘটনায় খুবই শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব।’
এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ওই নারীর স্বামী ভাস্কর। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই।’
নারীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছেন আল্লু। এ ঘটনার তার পরিবারকে অভিনেতা ২৫ লাখ টাকাও দেওয়ার আশ্বাস দিয়েছেন। আর আহত শিশুর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন।
আল্লু অর্জুন অভিনীত নতুন সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। সিনেমাটি মুক্তি উপলক্ষে হায়দরাবাদে ছবির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। সেই মামলাকে কেন্দ্র করে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে নায়ককে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত,আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা অভিনীত এই ছবিটি তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, হিন্দির পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলাতেও তাণ্ডব চালাচ্ছে।তাঁর পুষ্পা-টু: দ্য রুল ভেঙে ফেলেছে পুরনো সব রেকর্ড৷ মজার বিষয় হল, সিনেমার ঝুলিতে টাকার এই বৃষ্টি হয়েছে সাধারণ দিনের হিসাবে ৷ কারণ ছুটির দিন বা উৎসবের দিন এই ছবি মুক্তি পায়নি।
পুষ্পা টু’ ছবিটি এখন পর্যন্ত আয়ের দিক থেকে ত্রিপল আর, বাহুবলী, কেজিএফ এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে শীর্ষে অবস্থান করছে। ব্লকবাস্টার এই ছবিটির এমন রেকর্ড-ব্রেকিং মাইলফলক এর আগে কোনো ভারতীয় ছবিতে দেখা যায়নি।
ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ দেশের বাইরে সিনেমার টিকিট বিক্রির হিসাব নিয়ে যে কটি সংস্থা কাজ করে, তার মধ্যে অন্যতম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান স্যাকনিল্ক বলছে,পুষ্পা-২ প্রথম দিনই হাসতে হাসতে আয়ের ঝুলিতে জমা করেছে ১৭৪ কোটি ৯০ লাখ রুপি। পরের দিন যোগ করে ৯০ কোটি ১০ লাখ। প্রথম দিনের সঙ্গে যোগ করলে দাঁড়ায় ২৬৫ কোটি রুপি।
এ তো গেলে ছবিটির ভারতের হলগুলো থেকে আয়ের হিসাব। আর বিশ্বব্যাপী আয়ের হিসাবে পুষ্পা-টু: দ্য রুল সিনেমাটি দুই দিন বা ৪৮ ঘণ্টায় ৪০০ কোটি টাকা তুলে নিয়েছে। এ খবর শুনে চক্ষু চড়ক গাছ ভারতের ফিল্মি জগতের সবার
২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়। মুক্তি পাওয়ার পর রেকর্ড আর রেকর্ড। এরই মধ্যে পুষ্পা ২ বিশ্বব্যাপী ভারতীয় একটি ছবি যেটি 'বিগেস্ট ওপেনিং' এর তকমা পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপল আর।
এমআর//