রাজনৈতিক আলোচনা আর তর্ক-বিতর্কে ধামাচাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি। বিদ্যুৎখাতে তাদের দুর্নীতি ও অনিয়ম জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বিএনপি।বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎখাতকে দুর্নীতির আখড়া বানিয়েছিল, তবে এখন রাজনৈতিক বিতর্কের কারণে সেই দুর্নীতির কথা ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্ষমতায় এলে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এরপর দীর্ঘ ১৭ বছরে বিদ্যুৎখাতে আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ বিদ্যুৎ সংকট তৈরি করে জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করেছিল যাতে তাদের দুর্নীতির বিষয়গুলো জনসমক্ষে না আসে।
টুকু আরও বলেন, আওয়ামী লীগ বিদ্যুৎখাতকে ব্যবসায়িক খাতে পরিণত করেছিল এবং জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। তাদের দুর্নীতির কারণে আগামী ২০২৭ সাল নাগাদ দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট হতে পারে।
এসি//