চট্টগ্রামে নিজেদের প্রথম জয় পেলো দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়ে পয়েন্ট-টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে তারা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট।
রাজশাহীর হয়ে বল হাতে সানজামুল ইসলাম একাই ৩ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আফতাব আলম ২ টি করে উইকেট নেন।
সিলেটের ব্যাটারদের মধ্যে জাকির হাসান সর্বোচ্চ ৩৯ রান করেছেন। জাকের আলী ৩১ ও জর্জ মুনশি ২০ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গেছে সিলেট।
এর আগে রাজশাহীর পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ (২৭) রান করেন রায়ান বার্ল। এছাড়াও বাকি ব্যাটারদের ছোট ছোট অবদানে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে এনামুল হক বিজয়ের দল।
সিলেটের পক্ষে বল হাতে রুয়েল মিয়া একাই ৩ উইকেট নিয়েছেন। দুইটি করে উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম ও নিহাদুজ্জামান।
রাজশাহীর দুই ওপেনার জিশান আলম ও মোহাম্মদ হারিসের শুরুটা আশা জাগানিয়া ছিল। কিন্তু দুজনের কেউ বেশিক্ষণ থাকেননি। হারিস ১৯ (১৪) রানে, জিসান ২০ (১৮) রানে ফিরেছেন। অধিনায়ক এনামুলের ব্যাট দলের প্রয়োজন বুঝে খেলতে থাকে। ২ ছক্কা ও ৩ চারে তার ব্যাটে আসে ২২ বলে ৩২ রান।
জিম্বাবুইয়ান বার্ল ক্রিজে এসে ব্যাট চালিয়ে খেলেছেন। ৪ ছক্কা ও ১ চারে তার সংগ্রহ ৪১ রান। ইয়াসির আলী ১৯ (১০), মৃত্যুঞ্জয় চৌধুরীর ১২ (৬) রান দলকে আরও কিছুটা এগিয়ে দেয়। আকবর আলী অপরাজিত ছিলেন ১৫ বলে ১৪ রান করে।
এম এইচ//