আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে ঢাকার হাজারীবাগে চামড়ার গুদামে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল পৌনে ৫ টা’র দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার।
আজ বেলা সোয়া ২ টার দিকে ট্যানারি কাঁচাবাজার এলাকার সাততলা ভবনের ৫ তলায় একটি চামড়ার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ২টা ২৩ মিনিটে।
এরপর কয়েক দফায় আরও ১০ ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আগুনে ক্ষয়ক্ষতি বা উদ্ধার কাজে সহায়তায় বিজিবির এক প্লাটুন সদস্য যোগ দিয়েছেন বলে জানা যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান শিকদার।
এম এইচ//