ফুটবল

আন্তোনিকে ধারে রিয়াল বেতিসে পাঠাচ্ছে ম্যানইউ

আন্তনিকে ধারে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে পাঠাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।  ফুটবল ট্রান্সফারের বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, চুক্তির শর্তাবলী চূড়ান্ত করতে দুই পক্ষ আলোচনায় ব্যস্ত।

তবে চুক্তিতে স্থায়ীভাবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে কেনার কোনো অপশন থাকবে না বেতিসের জন্য। পাশাপাশি তার বেতনের একটি অংশ বহন করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

আয়াক্স থেকে ২০২২ সালে ৮৬ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফারে দলে ভেড়ায় ইংলিশ ক্লাবটি। তবে প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করতে পারেননি ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৩টি ম্যাচ খেলেছেন আন্তোনি।  যেখানে কেবল তিনটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আন্তনি | বেতিসে