খেলাধুলা

মিরাজের ম্যাচসেরা পারফরম্যান্সে জিতলো খুলনা

স্পোর্টস ডেস্ক

ছবি: খুলনা টাইগার্স/ফেসবুক

সিলেট স্ট্রাইকার্স পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না। চট্টগ্রামে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে দলটি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে খুলনা। ব্যাট হাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলেছেন ৫০ বলে ৭০ রানের ইনিংস।

এই জয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার্স। অন্যদিকে সিলেটের অবস্থান টেবিলের একেবারে তলানিতে।

শেষ ওভারে খুলনার ম্যাচ জিততে প্রয়োজন ছিল ৫ রান। ওভারের পঞ্চম বলে উইলিয়াম বসিসতো একটি ছক্কা হাঁকিয়ে দলকে আনন্দ ভাসান। বসিসতো ১১ বল খেলে ১৯ রানে অপরাজিত ছিলেন। অ্যালেক্স রস ২৩ বলে ২০ রানে অপরাজিত ছিলেন।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে মিরাজ ২ ছক্কা ও ৮ টি চার হাঁকিয়েছেন। দলকে ভালো অবস্থানে রেখে বিদায় নিয়েছেন এই ব্যাটার। মোহাম্মদ নাইম ও মাহিদুল ইসলাম অঙ্কন এই দুই ব্যাটার খেলেন ২০ ও ১৭ রানের ইনিংস।

এর আগে সিলেটের পক্ষে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন জর্জ মুনশি। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেন জাকির হাসান। তার ব্যাটে আসে ৩২ বলে ৪৪ রান।

বাকি ব্যাটাররা নিজেদের ইনিংস বড় করতে পারেননি। সুমন খান শেষদিকে ৫ বলে ১২ রান করেন।

খুলনা টাইগার্সের পক্ষে বল হাতে আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ ২ টি করে উইকেট নিয়েছেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সিলেট স্ট্রাইকার্স | খুলনা টাইগার্সে