আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন জাসপ্রীত বুমরাহ। যার মাধ্যমে সম্মানজনক স্যার গ্যারি সোবার্স ট্রফি জিতলেন এই ভারতীয় পেসার। এতে ২০২৪ সালের অসাধারণ সব পারফরম্যান্সের পুরস্কার নিজের করলেন বুমরাহ।
ট্রাভিস হেড, জো রুট ও হ্যারি ব্রুকের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন বুমরাহ। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই ট্রফি জিতলেন তিনি। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬, ভিরাট কোহলি (২০১৭, ২০১৮) সালে গ্যারি সোবার্স ট্রফি জিতেছেন।
বুমরাহ ২০২৪ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। তার ঝুলিতে গত বছর জমেছে ৭১ টি টেস্ট উইকেট।
বুমরাহ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন। ভারতের বিশ্বকাপ জয়ের এই টুর্নামেন্টে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। এতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।
বুমরাহ সাদা পোশাকের ক্রিকেটে ১৩ ম্যাচ খেলে ৭১ উইকেট শিকার করেছেন ২০২৪ সালে। কেবল বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলা ৫ টেস্টে ৩২ উইকেট শিকার করেছেন এই ভারতীয় তারকা।
এমএইচ//