জনদুর্ভোগ

রানিং স্টাফদের কর্ম বিরতিতে ভোগান্তিতে যাত্রীরা

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশের ন্যায় পঞ্চগড়ে রেলওয়ের রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে স্টেশন এসে ট্রেন বন্ধের বিষয়টি জানতে পেরেছেন। পরে বিকল্প পথে গন্তব্যে যাবার উপায় খুঁজেন যাত্রীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস, ঢাকাগামী দ্রুতযান ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন তিনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি।

জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ভোরে ও ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস সকাল ১০টার পরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।

রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রী মুশফিকুর রহমান বলেন, আমি পরিবার নিয়ে রাজশাহী যাবার জন্য স্টেশনে আসছি। এখানে এসে শুনতেছি ট্রেনের লোকজনের নাকি কর্মবিরতি চলছে। আমি তো আগে থেকে জানিনা। এখনো তো বাস পাবো কিনা জানিনা। আগে থেকে আমাদের জানালে ভালো হতো। এখন ট্রেনের টিকিটের  টাকা ফেরত পাবো কিনা জানিনা।

একই ট্রেনের দিনাজপুরগামী যাত্রী আইনুল হক বলেন, জরুরী কাজে দিনাজপুর যাবার জন্য স্টেশনে আসলাম। এখানে এসে শুনি ট্রেন বন্ধ। এখনো তো বাসে যাওয়া ছাড়া কোন উপায় নেই। আমার মত অনেকে ঘুরে চলে যাচ্ছেন স্টেশন থেকে।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, রেলওয়ের রানিং স্টাফদের ডাকে কর্ম বিরতি চলছে। পঞ্চগড় থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। তবে দ্রুতযান ও বাংলাবান্ধা নামের দুইটি ট্রেন পঞ্চগড়ে এসেছে। যাত্রীদের টিকিটের টাকা তারা রেলওয়ের নিয়ম অনুযায়ী ফেরত যাবেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন রানিং স্টাফ