রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর আজ ভোর থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে যাত্রা করে।
এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে রেল উপদেষ্টার বাসভবনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হয়, যেখানে মধ্যস্থতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমূল বিশ্বাস।
২০২১ সালে বন্ধ হওয়া সুবিধাগুলো পুনর্বহালের দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান রেলের রানিং স্টাফরা, ফলে সারা দেশে রেল চলাচলে অচলাবস্থা তৈরি হয়। মঙ্গলবার দিনভর ট্রেনযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বারবার বৈঠক হলেও কোনো সমাধান না আসায়, মধ্যরাতে নতুন করে আলোচনায় বসেন শ্রমিক নেতারা, রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমূল বিশ্বাস।
রাত আড়াইটার দিকে রেল উপদেষ্টা শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। তিনি জানান, রানিং স্টাফদের সুবিধা পুনর্বহালে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং কিছু সুবিধা ফিরিয়ে আনার বিষয়ে আশ্বাস মিলেছে। তবে মাইলেজ সুবিধা এক মাসের বেশি বহাল রাখা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
রেল উপদেষ্টার এই আশ্বাসের পর শ্রমিক নেতা মো. মুজিবুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন এবং রানিং স্টাফদের নিজ নিজ দায়িত্বে ফিরে যেতে বলেন।
তিনি জানান, ‘যাত্রীদের দুর্ভোগ আমরা চাই না। তাই উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি।’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, ‘রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানে পৌছানো সম্ভব হয়েছে, ফলে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
শ্রমিক নেতারা আশা করছেন, বুধবারের মধ্যেই রানিং স্টাফদের ভাতা ও পেনশন সুবিধা আগের নিয়মে পুনর্বহাল করতে সরকারি আদেশ জারি হবে।
এসি//