মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকার সম্ভাবনা খুব কম বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সা্ক্ষাতকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট একথা বলেন।
জেলেনস্কি বলেন, ‘সম্ভবত এটি খুব, খুব, খুব কঠিন হবে। সব কঠিন পরিস্থিতিতে একটি সুযোগ থাকে। তবে আমাদের সম্ভাবনা কম।মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকার সম্ভাবনা কম।’
রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, পুতিন যুদ্ধ শেষ করার জন্য নয় বরং রাশিয়ার ওপর থেকে কিছু বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এবং মস্কোর সামরিক বাহিনীকে পুনরায় সংগঠিত করার জন্য যুদ্ধবিরতি চুক্তির আলোচনার টেবিলে বসতে চেয়েছেন।
এমআর//