টুকিটাকি

মর্মান্তিক! বিয়ের আসরেই বরের মৃত্যু

ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসে মর্মান্তিক পরিণতি। ঘোড়ার উপরেই হৃদরোগে  আক্রান্ত হয়ে মৃত্যু হলো বরের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শেওপুর জেলায়। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিও।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, আলো দিয়ে সাজানো হয়েছে একটি বিয়েবাড়ি। ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছেন এক যুবক। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্রী। চারপাশে আত্মীয়স্বজনের ভিড়। আনন্দে নাচানাচি করছেন তারাও। আনন্দ করছিলেন বরও। কিন্তু হঠাৎই জ্ঞান হারান তিনি। ঘোড়ার পিঠেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কয়েক জন মিলে তাকে ধরে ফেলেন। অনেক চেষ্টা করার পরেও তার জ্ঞান ফেরানো যায়নি। এরপর ধরাধরি করে ঘোড়া থেকে নামানো হয় তাকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত যুবকের নাম প্রদীপ জাট। তিনি সুনসওয়াদা গ্রামের বাসিন্দা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রদীপ কংগ্রেসের ছাত্র শাখার প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। ঘোড়ায় চড়ে মঞ্চের দিকে যাওয়ার সময় তিনি অস্বস্তি বোধ করেন। ঘোড়ায় পিঠে বসে থাকার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন। জ্ঞান হারিয়ে ঘোড়ার পিঠেই লুটিয়ে পড়েন তিনি। অতিথিরা ব্যস্ত থাকায়, কী ঘটছে তা বুঝতে তাদের কয়েক সেকেন্ড সময় লেগে যায়। এরপর প্রদীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।শনিবার ‘রাজীব চোপড়া’ নামে এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিও ইতেমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। পাত্রের মর্মান্তিক পরিণতি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বর | বিয়ে