আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় রাশিয়া!

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও জ্বালানি খাতে সহযোগিতা করতে  রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  বিশেষ করে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের নতুন অঞ্চলগুলোর খনিজসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজের সম্ভাবনা উন্মুক্ত রয়েছে বলে তিনি জানান।

গেলো সোমবার রাশিয়ান সংবাদমাধ্যম ওয়ান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ডোনেস্ক ও লুগানস্ক পিপলস রিপাবলিকসহ খেরসন ও জাপোরোজিয়ে অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদের বিশাল মজুদ রয়েছে, যা আন্তর্জাতিক অংশীদারদের জন্য আকর্ষণীয় হতে পারে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনের প্রকৃত খনিজ সম্পদের পরিমাণ এখনও নিশ্চিত নয়। তবে রাশিয়ার  নিজস্ব সম্পদের মজুদ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। তাই এগুলোর উন্নয়নে বেশি গুরুত্ব দেবে তার সরকার।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন পুতিন