আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের মজুদ নিয়ে বিস্ফোরক দাবি আইএইএ’র

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পরমাণু প্রকল্প ছবি: সংগৃহীত

ইরানের ইউরেনিয়ামের মজুদ প্রায় পারমাণবিক বোমা তৈরির মানের কাছাকাছি পৌঁছেছে। গেলো ডিসেম্বরে ইউরেনিয়াম মজুদে নাটকীয় গতি বাড়ানোর ঘোষণা দেওয়ার পর দেশটির পরমাণু প্রকল্পের উল্লেখযোগ্য উন্নয়ন করে তেহরান।এছাড়া অমীমাংসিত বিষয়গুলো সমাধানেও কোনো অগ্রগতি হয়নি।

বুধবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার দুটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।  

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এক অনুচ্ছেদে বলেছে,পরমাণু অস্ত্রবিহীন একমাত্র দেশ ইরান উচ্চমানে পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন ও সঞ্চয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে; যা গভীর উদ্বেগের বিষয়।এই অনুচ্ছেদটি অস্বাভাবিক ভাবে দুটি প্রতিবেদনেই অন্তর্ভুক্ত করা হয়।

আইএইএর দুটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, গেলো তিন মাসে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আকারে পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ ৯২ দশমিক ৫ কেজি থেকে বেড়ে ২৭৪ দশমিক ৮ কেজিতে দাঁড়িয়েছে।ছয়টি পরমাণু বোমার জন্য তাত্বিকভাবে এটুকু ইউরেনিয়াম যথেষ্ট।

প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক বোমার মানের প্রায় ৯০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।এতো উচ্চ স্তরে ইউরেনিয়াম মজুদ করার কোনো বেসামরিক যৌক্তিকতা নেই।

 

 এমআর//