আবহাওয়া

ঢাকার ১০ এলাকায় ভয়াবহ বায়ুদূষণ, আইকিউএয়ারের সতর্কবার্তা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আজ ঢাকার বাতাস খুবই দূষিত। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে বায়ুদূষণে ঢাকা তৃতীয় স্থানে আছে। সকাল ৯টার দিকে ঢাকার গড় বায়ুমান ছিল ১৭৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তথ্য প্রকাশ করেছে। তারা নিয়মিত বাতাসের মান পর্যবেক্ষণ করে এবং মানুষকে সতর্ক করে।

আজ ঢাকার বাতাস পুরোপুরি অস্বাস্থ্যকর। এর মধ্যে ১০টি স্থানের বায়ুর মান সবচেয়ে খারাপ। সেগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং,ঢাকার মার্কিন দূতাবাস এলাকা,কল্যাণপুর,মাদানী অ্যাভিনিউর বে’জ এজওয়াটার,পশ্চিম নাখালপাড়া সড়ক,তেজগাঁওয়ের শান্তা ফোরাম,গুলশান-২–এর রব ভবন,গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল,গুলশান লেক পার্ক,মহাখালী আইসিডিডিআরবিতে আইকিউএয়ার ঢাকাবাসীকে সতর্ক করেছে। পরামর্শ দিয়েছে, বাইরে গেলে মাস্ক পরতে হবে, খোলা জায়গায় ব্যায়াম করা যাবে না, জানালা বন্ধ রাখতে হবে।

গেলো ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ঢাকার বাতাস একদিনও বিশুদ্ধ ছিল না। চলতি মার্চ মাসেও একই অবস্থা।

চট্টগ্রামের বায়ুমান ১৩৪, রাজশাহীতে ১৫০, খুলনায় ১৩৬। এসব শহরের বাতাসও অস্বাস্থ্যকর।

ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণ হলো কারখানার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা ও বর্জ্য পোড়ানো। দূষণ কমাতে অনেক পরিকল্পনা হয়েছে, কিন্তু বাস্তবে দূষণ কমেনি।

গবেষণা প্রতিষ্ঠান ক্যাপস জানায়, গেলো ডিসেম্বরে বায়ুদূষণের মাত্রা ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও একই অবস্থা ছিল।

ঢাকার বাতাসে পিএম ২.৫ নামে খুব ছোট ধূলিকণা আছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে ১৬ গুণ বেশি।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন বায়ুদূষণ | আইকিউএয়ারে