আবহাওয়া

দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজ চতুর্থ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।  শনিবার (৩ মে) সাড়ে ১২টার পর সুইজারল্যান্ডভিত্তিক  বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ তথ্য পাওয়া গেছে।  একিউআই অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৫১। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়।  

আজ সৌদি আরবের রাজধানী রিয়াদ ও ইরাকের রাজধানী বাগদাদ ২৫৩ এবং ১৭২ স্কোর নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি ও পঞ্চমস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

সাধারণত একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।  প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। 

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।  সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।  ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।  স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।  এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন অস্বাস্থ্যকর | বায়ুদূষণ