ফুটবল

নেইমারকে সব দায়িত্ব দিতে নিষেধ করলেন কোচ

দরিভাল জুনিয়র ব্রাজিল দলের জন্য নেইমার জুনিয়রের নাম ঘোষণা করলেন। টিভি স্ক্রিনে সামনে বসে উৎসুক হয়ে নেইমার তা উপভোগ করলেন। ফিরে আসতে পেরে ব্রাজিলিয়ান তারকা আনন্দ প্রকাশ করেছেন।  

নেইমারের এই ফিরে আসায় শুধু তিনি নন স্বস্তি ফিরেছে ব্রাজিল দলে। আর ভক্তদের আনন্দের সীমানা তো পরিমাপের বাইরে।  দীর্ঘ ১৬ মাস নেইমারকে ব্রাজিলের জার্সিতে না দেখার কষ্টটা যে এবার ঘুচলো। 

দরিভাল দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নেইমারকে ডাকার সুযোগ পেলেন। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ফেরার অপেক্ষায় ছিলেন দরিভাল। তবে দীর্ঘদিন পর ফেরা নেইমারকে নিয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা তৈরি না হয় এবং তার উপর যেন সব দায়িত্ব চাপিয়ে দেওয়া না হয় সে কথাও বলেছেন ব্রাজিল কোচ। 

‘আমরা তার ফেরার অপেক্ষায় আছি। এটাই প্রথম সুযোগ, যা আমরা তাকে দিতে পারি। আমি আশা করি, যখন সে দলে ফিরবে, সে আনন্দিত হবে। এখন আমাদের তাকে নিজের সক্ষমতা বিকাশের আত্মবিশ্বাস দিতে হবে। অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা তৈরি করা উচিত হবে না। আমারা যেন তার ফিরে আসার ওপর সব দায়িত্ব যেন চাপিয়ে না দেই।’ 

বাংলাদেশ সময় আগামী ২১ মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।  আর ২৬ তারিখ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন নেইমার | উচ্চাকাঙ্ক্ষা