বিনোদন

মুক্তির আগেই বাজেটের ৮০ শতাংশ আয়, পারিশ্রমিক ১২০ কোটি রুপি

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ঈদে সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ মুক্তি পাবে, যা নিয়ে দর্শকদের মাঝে উত্তেজনার সৃষ্টি করছে। সালমানের ছবি মানেই একটা আলাদা উন্মাদনা এবং এই ছবির জন্য সেই উন্মাদনা আরও বাড়তি। তবে এই ছবির বিশেষত্ব শুধু সালমানের অভিনয়েই   সীমাবদ্ধ নয়; নির্মাতারা ছবিটি মুক্তির আগেই তাদের খরচের ৮০ শতাংশ আয় করে ফেলেছেন, যা এক ধরনের রেকর্ড।

‘সিকান্দার’ ছবিতে সালমানের সাথে ভারতীয় ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত রাশমিকা মান্দানা আছেন, আর তাদের রসায়ন ইতোমধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। ছবির মুক্তির আগে একটি রোমান্টিক গান মুক্তি পেয়েছে, যেখানে সালমান এবং রাশমিকার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।

বিভিন্ন সালমানের প্রতিবেদন অনুযায়ী, ‘সিকান্দার’ ছবির ডিজিটাল, স্যাটেলাইট এবং মিউজিক্যাল রাইটস থেকে ইতিমধ্যে ১৬৫ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে, নেটফ্লিক্স ছবির স্ট্রিমিং রাইটসের জন্য ৮৫ কোটি রুপি দিয়েছে। আর যদি ছবিটি বক্স অফিসে ৩৫০ কোটি রুপি আয় করে, তাহলে নেটফ্লিক্স তার রাইটসের দাম বাড়িয়ে ১০০ কোটি রুপি করতে পারে।

এ আর মুরুগাদস পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি ৫০ কোটি রুপি দিয়ে কিনেছে, আর জি মিউজিক ৩০ কোটি রুপি দিয়ে ছবির মিউজিক রাইটস পেয়েছে। এর মাধ্যমে, ছবির নির্মাতারা মুক্তির আগেই ১৬৫ কোটি রুপি আয় করে ফেলেছেন। আর ছবির মোট উৎপাদন খরচ ছিল ১৮০ কোটি রুপি, অর্থাৎ নির্মাতারা ইতিমধ্যে তাদের খরচের ৮০ শতাংশ তুলে ফেলেছেন। ছবির মোট বাজেট ৪০০ কোটি রুপি, এবং এর ৪০ শতাংশ আয় তারা মুক্তির আগেই করে ফেলেছেন।

 সালমান ‘সিকান্দার’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন এবং তার পারিশ্রমিক ১২০ কোটি রুপি বলে শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি। বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে বড় একটি অংশ নেন, যা সালমানের ক্ষেত্রেও হতে পারে।

ছবির নায়িকা রাশমিকা মান্দানা তার পারিশ্রমিক হিসেবে ৫ কোটি রুপি পেয়েছেন, আর কাজল আগারওয়াল পেয়েছেন ৩ কোটি রুপি। এছাড়া, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা শারমান যোশী ৭৫ লাখ রুপি এবং প্রতীক বব্বর ৬০ লাখ রুপি নিয়েছেন। ছবিতে আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সত্যরাজ ৫০ লাখ রুপি পেয়েছেন।

ছবিটি ২৮ মার্চ মুক্তি পাবে এবং ঈদের পর্দায় দর্শকদের জন্য এক নতুন মাইলফলক হয়ে উঠবে, আশা করা হচ্ছে ছবিটি ব্যাপক সাড়া ফেলবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন ‘সিকান্দার | রাশমিকা মান্দানা | সালমানের | রসায়ন