বিনোদন

‘ডন-থ্রি’ সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যাবে শর্বরী ওয়াঘকে

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

কিয়ারা সরে দাঁড়ানোর পর নতুন নায়িকার খোঁজ, নির্মাতাদের চোখে শর্বরী।বলিউডের বিখ্যাত ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে নায়িকা নির্বাচন নিয়ে নির্মাতাদের মধ্যে ছিল চিন্তার ছাপ। শুরুতে কিয়ারা আদভানি চুক্তিবদ্ধ হলেও, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান। এরপর নতুন নায়িকা নিয়ে আলোচনা শুরু হয়, আর সেই তালিকায় একের পর এক অভিনেত্রীর নাম উঠে আসে।

আর সেই খোঁজে নির্মাতাদের নজর পড়েছে তরুণ অভিনেত্রী শর্বরী ওয়াঘ এর দিকে। ‘বান্টি অউর বাবলি-টু’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এখন শোনা যাচ্ছে, ‘ডন-থ্রি’ সিনেমায় নায়িকার চরিত্রে থাকবেন শর্বরী । যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সিনেমার পরিচালক ফারহান আখতার নিজেই তাকে এই চরিত্রের জন্য উপযুক্ত বলে মনে করছেন।

অনেক গণমাধ্যমে বলা হয়েছে, কৃতি শ্যাননকেও নায়িকা চরিত্রের জন্য ভাবা হচ্ছিল, কারণ শুরুতে প্রিয়াঙ্কা চোপড়া চরিত্রটির জন্য কৃতি থাকবেন বলে ধারণা ছিল। তবে, কিয়ারার সরে দাঁড়ানোর পর নায়িকা হিসেবে কৃতি শ্যাননকে নেওয়ার কথা শোনা যাচ্ছিল।

তবে নির্মাতাদের পক্ষ থেকে একপক্ষ জানিয়েছে, ফারহান আখতার তার গল্পের চরিত্রগুলোকে যে ভাবে উপস্থাপন করতে চান, সেখানে শর্বরী অনেক ভালোভাবে মানিয়ে যেতে পারেন। আর এ কারণেই তাকে ‘ডন-থ্রি’ সিনেমায় নেওয়ার বিষয়ে পরিচালক আগ্রহী।

অন্যদিকে শাহরুখ খান এর বদলে রণবীর সিং এর নাম শোনা যাচ্ছে, যা ভক্তদের মাঝে নতুন আলোচনার সৃষ্টি করছে। তবে, কিয়ারা আদভানির বদলে শর্বরী ওয়াঘকে দেখতে পাওয়ার বিষয়টি এখন আরও বেশি উত্তেজনা সৃষ্টি করেছে।

তবে সবকিছুই এখন নির্মাতাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, এদিকে শর্বরীর অভিনয় দেখার জন্যেও  অপেক্ষা করছে সিনেমাপ্রেমীরা।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন কিয়ারা | শর্বরী। | শর্বরী