জাতীয়

রাজধানীর বনানীতে দুই নারীকে চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ট্রাকচালক মো. টিটন ইসলাম ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে দুই নারী পোশাক শ্রমিককে চাপা দেওয়া মিনি ট্রাকচালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তারের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাক ড্রাইভার মো. টিটন ইসলামকে গ্রেফতার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট।

প্রসঙ্গত,  সোমবার সকাল ৬টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ২ পোশাক শ্রমিককে চাপা দেয় একটি মিনি ট্রাক। এতে ২ পোশাক শ্রমিক নিহত হন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তার সহকর্মীরা। ফলে রাজানীর বনানী, মহাখালী, গুলশান ও তার পাশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ৭ ঘণ্টা অবরোধের পর দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

নিহত একজনের নাম মিনারা আক্তার, তার বাড়ি নরসিংদীর রায়পুরায়। অপরজনের পরিচয় জানা যায়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, সকালে অফিসে যাওয়ার সময় সড়ক পার হতে গেলে একটি মিনি ট্রাক তাদের চাপা দেয়। ওই মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে, দুই নারী পোশাক শ্রমিককে চাপা দেওয়া  মিনি ট্রাকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ট্রাকটির মালিককে প্রয়োজনীয় সব দলিল এবং চালককে তার লাইসেন্সসহ তিন দিনের মধ্যে বিআরটিএতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ট্রাকটির নিবন্ধন নম্বর (ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২) স্থায়ীভাবে বাতিল করে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় বিআরটিএ।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ডিএমপি | ট্রাকচালক