খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। চলতি বছর আফগান দল তিন সংস্করণের এই সিরিজ খেলতে আয়ারল্যান্ডে সফর করার কথা ছিল। জানা যায়,  অর্থনৈতিক কারণে সফরটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) ক্রিকেট আয়ারল্যান্ড আন্তর্জাতিক সূচি প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে।

মূলত ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম সিরিজ বাতিল প্রসঙ্গে বলছেন, এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না। অর্থনৈতিক কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিউট্রম বলেন, আমাদের স্বল্পমেয়াদি বাজেট-সংকট মোকাবিলা করতে হচ্ছে। ফলে বিনিয়োগের ভারসাম্য বজায় রাখতে হবে।

রাজনৈতিক কারণে আফগানিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। তালেবানরা ক্ষমতায় আসার পর দেশটিতে নারীদের খেলাধুলা, পড়ালেখা করার সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এমন দাবি থেকেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বোর্ড এরমধ্যে আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সিরিজ খেলা থেকে বিরত আছে।

সম্প্রতি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ থেকে আইসিসিকে একটি ইমেইল দেওয়া হয়েছে। যেখানে আফগানিস্তান দলকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের দাবি করেছে সংস্থাটি।

আফগানিস্তান ক্রিকেট নিয়ে 'হিউম্যান রাইটস ওয়াচ' এর আংশিক বিবৃতি
আফগানিস্তান ক্রিকেট নিয়ে 'হিউম্যান রাইটস ওয়াচ' এর আংশিক বিবৃতি

মে ও জুন মাসে আয়ারল্যান্ডের পুরুষ দল অবশ্য ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর ইংল্যান্ড তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে, চলতি বছরের সেপ্টেম্বরে। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানিস্তান | আয়ারল্যান্ড | সিরিজ | বাতিল