বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্রের করা মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এ কথা জানান।
তিনি বলেন, গত ৭ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন-শৃঙ্খলা ও সংখ্যালঘু সম্পর্কিত বিষয়গুলো নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে, এ বিষয়গুলো একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের মন্তব্য অযাচিত ও অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল।
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারত-বাংলাদেশের কূটনৈতিক পত্রের জবাব দিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, এটার বিষয়েও প্রধান উপদেষ্টা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জবাব দিয়েছেন। বাংলাদেশ ভারতের কাছ থেকে কোনো জবাব পায়নি। পরবর্তী কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা পাবলিকলি একটা দিক নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। ফারাক্কার চুক্তির আওতায় সঠিকভাবে পানি ভাগ হচ্ছে। তবে গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় উদ্বেগ জানানোর পাশাপাশি দেশটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আই/এ