চট্টগ্রামে অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানো শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গেলো বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসের শুরুতে জামিনে বের হন তিনি। সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।
এর আগে ২৮ জানুয়ারী চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকি দেয় সাজ্জাদ। ফেসবুকে লাইভে এসে সাজ্জাদ বলে, ‘ওসি আরিফ দেশের যেখানেই থাকুক না কেন, তাকে আমি ধরে করে পেটাব। পুলিশ না হলে তাকে আমি অনেক আগেই মারধর করতাম। পুলিশের প্রতি শ্রদ্ধা করি বলেই চুপ করে আছি।’
এ ঘটনায় ওসি আরিফুর রহমান থানায় জিডি করেন। পরে তার সন্ধান দিতে পারলে পুরষ্কার ঘোষণা করে চট্টগ্রাম নগর পুলিশ।
জানা যায়, বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন, অনন্যা, শীতলঝর্ণা, কালারপুল, হাটহাজারীর কুয়াইশ, নগরের চান্দগাঁও হাজীরপুল ও পাঁচলাইশ এলাকায় ১৫ থেকে ২০ জনের বাহিনী নিয়ে দাপিয়ে বেড়ান ছোট সাজ্জাদ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।
এমএ//