আন্তর্জাতিক

লেবাননের পত্রিকার খবর

৫ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নিতে রাজি হয়েছে মিশর

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি

গাজা উপত্যকা থেকে ৫ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নিতে রাজি হয়েছে মিশর। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি আরব দেশগুলোর নেতাদের এ কথা জানিয়েছে । লেবাননের পত্রিকা আল আকবারের বরাতে শুক্রবার (২১ মার্চ) সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরব ও কাতারে আরব নেতাদের সঙ্গে বৈঠকে সিসি গাজার বাসিন্দারদের সরিয়ে নিতে আগ্রহের কথা জানিয়েছে। এসব ফিলিস্তিনিদের সরিয়ে মিশরের সিনাই উপদ্বীপে নেয়া হবে। তবে খবরটি নিশ্চিতে কোন নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করতে পারেনি লেবাননের ওই পত্রিকাটি।  

আর  পত্রিকাটির প্রতিবেদনকে অস্বীকার করে মিশরের স্টেট ডিপার্টমেন্ট সার্ভিস বলেছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে মিশরের অবস্থান সবসময় দৃঢ়। আর গাজা পুর্নগঠন নিয়ে আরব সম্মেলনের পরিকল্পনা সেই দৃঢ়তারই অংশ।

এর আগে, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখন করে মিশর ও জর্ডান। 

 

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিনি | গাজা | মিশর