আন্তর্জাতিক

গাজায় আরও গভীরে অভিযান চালানোর নির্দেশ ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেনাবাহিনীকে ফিলিস্তিনি ভূখণ্ডের আরও ভেতরে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, হামাসের হাতে আটক সকল জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত গাজার আরও অংশ দখল করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজার পশ্চিমাঞ্চলের তিনটি এলাকায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং সেখানকার বাসিন্দাদের আগেই এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এই ঘোষণা আসে উত্তর গাজা থেকে ইসরাইলের উপকূলীয় শহর আশকেলনের দিকে দুটি রকেট নিক্ষেপের পর। ইসরাইল দাবি করেছে, তারা এসব রকেট প্রতিহত করেছে। 

এরই মধ্যে ইসরাইলি বাহিনী গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার পর উত্তরের শহর বেইত লাহিয়া ও দক্ষিণের রাফাহর দিকে অগ্রসর হচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরসহ উত্তর গাজায় নতুন করে অবরোধ আরোপ করেছে। 

শুক্রবার (২১ মার্চ) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন হামাস জিম্মিদের মুক্তি দেবে না, ততদিন ইসরাইল গাজায় আরও তীব্র হামলা চালাবে। 

তিনি আরও বলেন, ‘আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি গাজার আরও এলাকা দখল করতে। হামাস যত বেশি সময় নেবে, তত বেশি ভূখণ্ড তাদের হাতছাড়া হবে এবং ইসরাইলের নিয়ন্ত্রণে আসবে।’ 

এছাড়া, তিনি গাজার চারপাশে বাফার জোন সম্প্রসারণেরও হুমকি দেন, যা অঞ্চলটিতে ইসরাইলের স্থায়ী দখলের ইঙ্গিত দেয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | গাজা