২ দফায় লাগা আগুন অবশেষে ৩ দিন পর নিয়ন্ত্রণে এসেছে। গেলো শনিবার (২২ মার্চ) পূর্ব সুন্দরবনের ধানসাগর ফরেস্ট স্টেশনের কলম তেজি এলাকায় লাগা আগুন রোববার (২৩ মার্চ) নিভিয়ে ফেলা হয়। সেদিনই সকালে নতুন করে আবার ধোয়া দেখা দেয়। ২ দিন অক্লান্ত চেষ্টার পর মঙ্গলবার (২৫ মার্চ) আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৩ মার্চ) ধান ফরেস্ট স্টেশনের কাছে লাগা আগুন নিয়ন্ত্রণে বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও এলাকাবাসী কাজ করে। এ সময় সকলে মিলে ফায়ার লাইন কাটার কাজ শুরু করে। সন্ধ্যার পরে ফায়ার সার্ভিস বনবিভাগ ও স্থানীয়রা আগুন নিভানোর জন্য রাতভর কাজ করে। কিন্তু পানির অভাবে সে কাজ থেকে যায়।
পরদিন সোমবার (২৪ মার্চ) সকালেও জ্বলতে থাকে সুন্দরবনের আগুন। পর্যাপ্ত পানি না থাকায় দুপুর পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ। পানির অভাবে দুপুরের পর থেমে যায় ফায়ার সার্ভিসের কাজ।
এদিন রাত আটটার পর আবারও আগুন নিভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস, বনবিভাগ, স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় এলাকাবাসীসহ ৭০ জনেরও বেশি মানুষ।
রাত ৩টার দিকে পানির অভাব দেখা দিলে বন্ধ হয়ে যায় আগুন নেভানোর কার্যক্রম। পরে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে পুনরায় শুরু হয় ফায়ার সার্ভিসের কার্যক্রম।
বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণ এসেছে কোথাও কোন ধোয়া বা আগুন দেখা যাচ্ছে না। তবে আগুন বা ধোয়া কোথাও আছে কিনা এজন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও জানান, কলমতেজী এলাকায় আগুন লাগার ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
এমএ//