খেলা শুরুর মাত্র ৩১ সেকেন্ডই জনির কাছে ভুলেপাস দেন ভারতের গোলকিপার ভিশাল কাইথ। পোস্ট ফাঁকা পেয়েও বল বাইরে পাঠান বাংলাদেশেরএই মিডফিল্ডার।
১১ মিনিটে হামজার নেওয়া কর্নার হাতে পেয়ে ভারতের গোলরক্ষক কিক নেন। তবে বল তপুর পেছনে লেগে বাঁ প্রান্তে ফাঁকায় পেয়ে যান হৃদয়।কিন্তু তিনি শট নেন গোল লাইনে চলে আসা ভারতীয় ডিফেন্ডার শুভাশীষের পায়ে।
১৮মিনিটে বাঁ প্রান্ত থেকে মোরসালিনের ক্রস বক্সের ভেতরে পেয়েছিলেন ইমন। তবে শূন্যে লাফিয়ে বল ঠিকমতো মাথায় লাগাতে পারেননি তিনি।
৪১ মিনিটে ভারতের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে পরেন জনি। গোলরক্ষককে একা পেয়েও শট নিতে পারেননি তিনি।
৬১ মিনিটে রাকিবের প্রেসিংয়ে ভারতের গোলরক্ষকের ভুল পাস আবার পেয়ে যান জনি। বল পাওয়া মাত্রই শট নিলে হয়তো গোল পেতেও পারতো বাংলাদেশ। তবে ডিফেন্ডার শুভাশীষকে কাটিয়ে ঠিক মতো শট বা ক্রস কিছুই করতে পারলেন না।
৮৯ মিনিটেফাহিমের নেওয়া বুলেট গতির শট কোনোমতে ঠেকিয়ে দেন ভারতের গোলকিপার বিশাল কাইথ।
একের পর এক সুযোগ মিস করে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।