ফুটবল

মৌসুম শেষ গ্যাব্রিয়েল মাগালাইসের

গেলো মঙ্গলবার ফুলহ্যামের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোট পান গাব্রিয়েল মাগালাইস।  হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। ফলে মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

আর্সেনালের এক বিবৃতিতে জানানো হয়েছে গ্যাব্রিয়েল মাগালাইসকে এই মৌসুমে আর পাওয়া যাবে না।  অস্ত্রোপচারের পর আগামী মৌসুমে ফেরার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তার।

দলটির আরও তিন ডিফেন্ডার আগে থেকেই চোটের কারণে বাইরে আছেন-ইতালির রিকার্দো কালাফিওরি, ইংল্যান্ডের বেন হোয়াইট ও জাপানের তাকেহিরো তমিয়াসু।

এছাড়া এই বছরের প্রথম দিকে চোট পেয়ে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে যান দুই ফরোয়ার্ড কাই হাভার্টজ ও গাব্রিয়েল জেসুস।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মাগালাইস | মৌসুমের